(অভিরূপ আমার বৃহৎ একটি উপন্যাস-য়ের নায়ক)    


অভিরূপ- আমি কঠিন হতে পারিনি
তবু, বরফের মতো গলেও যাইনি
অনেক জেনেও জ্ঞানের অহমিকায়
আকাশ চুম্বী মনোভাবে মাতিনি...
দয়ালু হয়েছি ঠিক,দূর্বলতায় ভুগিনি।  
বৃথা অরণ্য-রোদন করে নোনা অশ্রু
জলে রাতের বালিশ সিক্ত করিনি ;  
প্রেম শিখিয়েছিলে তুমি, তাই দ্বারেদ্বারে
মাধুকরী প্রেম যাচনা করতে যাইনি।
তুমি চলে গেছ সেই কতকাল আগে...
অভিমানে একাকীত্বে সচল জীবন আমার
একটি বারও থেমে থাকেনি...... ।  
বসে আছি তোমার পথ চেয়ে অভিরূপ
যদি কোনদিন ফিরে আসো জীবনে
আবার দিয়ে যেও ফেলে আসা নব রূপ।