তোমার হৃদয় ছুঁয়ে আমি চলে যাচ্ছি
তোমার অনুরাগী ঘ্রাণ রন্ধ্রে রন্ধ্রে পাচ্ছি।


চোখ দুটো অশ্রু রাঙা উদিত রবির মতো
টপটপ জলে শুভ্র শতদল ফুটছে শত।


নাসিকার তীব্র ওঠানামা যেন বাজে মৃদঙ্গ
আমি উঠছি উর্দ্ধে নটরাজ সম কাঁপে অঙ্গ।


ভুবনের মায়া খেলা কত যে মেকি ভঙ্গুর
অচীন সুধায় পূরছে বুক,বাজে মধু সুর।


ওই ওই হাত ধরেছে যে শাশ্বত প্রাণ সখা
তাঁর প্রেম যে মায়াহীন চির মধু মাখা।