আমি যোদ্ধা, যুদ্ধ করি সব সময়  একা একার সাথে
আমি দুরন্ত ঘূর্ণি ঝড় কে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারি, কোন সাহায্যকারী ছাড়াই----
আমি প্রতিবাদ, মুখে নয় কাজে করে দেখাই;
যত কালো কাপড়ে ঢাকা মুখ,সরিয়ে দিয়ে সামিল
করি তাদের মহা বিপ্লবের রণক্ষেত্রে-----
আমি গালে মাথায় হাত রাখা সবুজ কে নিয়ে হাসির
নাটক শেখাই, লাস্যময়ী ভাগ্যদেবী কে কোন তোয়াক্কা না করেই-----


গতানুগতিক সমাজকে ঘৃণ্য মনে হয় আজ
তাই গতানুগতিকতা কে টাইফুন ঝড়ে উড়িয়ে দিতে চাই সবুজকে পাশে রেখে -----
তাদের আহবান জানাই,"ওরে সবুজ, ওরে অবুঝ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা---"  


(অমর যোদ্ধা, দেশপ্রেমিক নেতাজীকে স্মরণে
রেখে আজকের এই নিবেদন)