ভেতরে আছেন পরমাত্মনে
আমি বুঝিনা তাঁর মানে...
তিনি জাগান আমাকে ক্ষণে ক্ষনে
তবু,অবোধ চেতনার জাল বুনি মনে।


এই ভবের হাটের বেচা কেনা
হবে কার কবে শেষ কেউ জানেনা
দিন ফুরাবে একদিন কেউ মানেনা
‘আরও আরও চাই...’ চলে বাহানা।


    মনুষ্য- দেহ এক ডিঙি
    মাঝিরে কখন না চিনি
    হাল ধরে থাকেন তিনি
    বেলা-শেষের বেলায় চিনি।