অনেক বসন্ত চলে গেছে
কোকিল কত গান শুনিয়েছে
ছয় ঋতু নব নব রূপে এসেছে
দিবাকর ঠিক পূর্বেই উঠেছে
তুমি আমারই, ঠিক আমারই
রয়ে গেছ------


বিধংসী মহামারী এসেছে গ্রাস করে নিতে
নাগের ছোবলে ছারখার হয়ে গেছে ভিটে
শিশু আবাল বৃদ্ধার জীবন গেছে টুটে  
তুমি আমারই, ঠিক আমারই
রয়ে গেছ-----


আজ যদি কোন কারণে আমি চলে যাই
পৃথিবীকে চিরতরে দিয়ে যাই বাই বাই
ফিরে আসা না আসা তো জানা নাই
জীবনের গতি দুরন্ত, ছোটে সাঁই সাঁই
তুমি আবার আমার হয়ো,
যাচনা রইল একটাই-------