(কবিতার আসরের কবিদের অনুপ্রেরণায়
আজ আমি ৭ মাসে ২০০ কবিতা উপাহার
দিলাম কবিতার আসরকে। কবিদের উৎসাহ আর
ভালোবাসা ব্যাতিত আমি এতোটা সফল হতে পারতাম
না। তাই এই কবিতাটি আসরের সকল কবিদের উদ্দেশ্যে
সমর্পণ করলাম।)  


সেদিনের সেই লুকচুরি খেলা
মনেপড়ে যদি কোরনা হেলা
আমি বাগিচায় বসে একলা
এসো ফিরে কোরবনা হেলা।


সেদিনের হেমন্তিকার মিঠে গান
আজও রিক্ততায় আনে প্রাণ...
নাগো, আর নয় অভিমান...
দেবো পূর্ণ প্রেমের সন্মান।


আমার যত অবুঝ ভুল...
ফুটুক হয়ে প্রেমের ফুল...  
তোমার প্রেমের আছেকি কুল!
পাইনা খুঁজে প্রেমতরুর মূল।


বুঝলাম প্রেম এক পারাবার  
অভিপ্রায় নেই আর পালাবার..
উদার উন্মুক্ত প্রণয়ের দ্বার...
আজ তুমি আমি একাকার... ।