(আসরের জনপ্রিয় কবি ফয়েজ উল্লাহ রবি
(পারিজাত কবি)য়ের ‘তুমি আমি একাকার’
কবিতা পড়ে এই কবিতাটি লিখলাম)

তোমাকেই প্রিয় ভালো বেসেছি অনাদি কাল থেকে
সপেছি তোমাকেই সব,জ্ঞানের সত্য আলোক মেখে।
রিক্ত আমার বসন ভূষণ দেহ, সিক্ত নয়ন দুটি
উষঢ় চরৈবেতির পথে জেনেছি,তুমিই অমঘ খাটি।  
যুগান্তরের পথিক আছে দাঁড়িয়ে সৌর-আলোক পথে
চলব আরও দুর্গম পথ, একদিন উঠব স্বর্ণ রথে।
নাদেখা প্রেমের আবেশে মজেছি কৃপার রেণু মেখে
অদৃশ্য প্রেম পূর্ণ হোক তোমাকে সমুখ নয়নে দেখে।  
আমরা দুজনে ভিন্ন নই, আত্মাতে শুনেছি কতবার
শূন্যে সলিলে সাগরে দিগন্তে তুমি আমি একাকার।



(মুন্ডক, কঠ, তৈত্তিরীয়, শেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে ঈশ্বর আর আমি বা আমরা আলাদা নই।আমরা ঈশ্বরেরই ক্ষুদ্র কণা মাত্র। তাই আমাদের আচরণ হবে ঠিক ঈশ্বরের  মতো। সকল ধর্মাবতার-রাই এই কথা বলে গেছেন।)