আমার প্রতিদিনের পতিত দীর্ঘশ্বাস গুলিকে
তুমি কি পারো এক এক করে গুনতে?
সারাক্ষণ বুকে কান পেতে পারো কি
আবেগ আর উত্তেজনার ধকধক শুনতে?


যে পা দুটো তোমাকে খুঁজতে গিয়ে ক্ষত-  
বিক্ষত, পারো তাকে আলতায় সাজাতে?
আজকের যে আহত বুকটা চিকিৎসাধীন
পারো তাকে খাদহীন ভালোবাসায় ভরাতে?


যে চোখ দুটি রাত্রি জেগে শুধু তাকিয়ে-  
থাকত তোমার অশান্ত মনকে শান্ত করতে;
বিনিদ্র রজনী চাইত তোমার সোহাগ পেতে  
পারো সেই চোখে কাজলের তুলি বোলাতে?


পারো আমার সে---ই হারিয়ে যাওয়া ফ্রগ
পরা উচ্ছল দিন গুলোকে ফিরিয়ে আনতে?
যেখানে তোমার উপস্থিতিই বেশি;তাই তুমিই
থাকো আমার হারা আর জেতার সব জগতে।