আকাশের চাঁদ যদি
মাটিতে মেশে!
তুমিকি পারবে রাখতে
তাকে ভালোবেসে?


নদী যদি ডাকে কভু
মাঝে তার নামতে!
সাগরের মতো হয়ে
পারবে কি মিলতে?


পাখি যদি বলে সুরে
তার মতো ডাকতে!
ডালে ডালে উড়ে তুমি
পারবে কি গাইতে?


ফুল যদি কোমল হতে
বলে তার মতো!
মধু-চুমু দিয়ে কিগো
মোছাবে ওষ্ঠের ক্ষত?


নীলাকাশ ডাকে যদি আজ
এক্ষুনি আমাকে!
শতবর্ষ থাকতে বলে, যদি
সে তোমাকে!


কে কখন চলে যাবো, কেউ
সে খবর জানিনা
সবই ‘তাঁর’ নিয়মে,তবু মোহে
‘কাল’কে যে মানিনা।


(নশ্বরতা-কে মনে রেখেই আমাদের বেঁচে থাকতে হয়
জীবন সংগ্রামের মাঠে)