ঠিক এইখানেতে বসেছিলাম
তুমি আর আমি
আমি আজও আসি হেথায়
হারালে কোথায় তুমি?


এই ঝিলেতে সাঁতরেছিলাম
তোমার কাঁধে চেপে
ভাবতে গেলে দুচোখেতে
জল আসে যে ঝেঁপে।


শেষ মাঘের সান্ধ্য আকাশ
বাসন্তিকার মিঠেল হাসি
তোমার আমার আলিঙ্গন
যেন চাঁদের পাশাপাশি।


লেবু ফুলের পাপড়ি ছিড়ে  
দিতে আমার মুখে
লালগোলাপের আলতো পরশ
লাগত আমার বুকে।


প্রাক দখিণা হাওয়ায় যেন
আন্দোলিত তনু মন
আমার চোখে চোখটি রেখে
বিভোর হতে সারাক্ষণ।  


তুমি কোথায় হারিয়ে গেলে
আমি আজও আছি
ফিরবে কিনা জানিনা গো
স্মৃতি নিয়েই বাঁচি।