আমার ছুটি হয়নি এখনও প্রিয়তম
তবু তুমি কেন বলে চলো ছুটি ছুটি?
এখনও কবিতার আসরের ‘কবিদের’  
সাথে আর একটু খেলতে চায় মনটি।


প্রতিদিনই প্রত্যুষ গড়িয়ে দুপুর বিকেল
আসে কবিতা লেখা বা চিঠি পত্রের সন্ধ্যা
কবিবন্ধুরা কত ভালোবাসা দিয়ে মন ভরায়!
তার সাথে পাঠায় রোজ সুগন্ধি রজনীগন্ধা।


কি বোলছ! তুমি একটুও লিখতে জাননা?
আমিই বা কত ভালো লিখি তুমি কি জানো!
তবু সবাই বাহবা দেয়,কত ভালোবাসে আমাকে
তুমি দূরে না থেকে একবার কবিতার-মাঠে নামো!        


এসো প্রিয়তম আমাদের কবিতার আসরে...
যাহোক কিছু কথাকে নাহয় করো কবিতা...
আমি রইলাম তোমার কাব্য সাজাতে,দিলাম-
তোমাকে হৃদয়ে জমা যত কাব্য, সবই-তা।