হলফ করে বলতে পারি...
গত জনমে আমি তোমারই ছিলাম
এ জনমে তোমাকে কাছে পাইনি
তবু তোমার প্রেমেই ভেসে থাকলাম।


তুমি আর আমি জি-টি রোড ধরে
ফুলেল হাওয়ায় কত ঘুরে বেড়াতাম!
দুচাকাটা বাম্পারে ভীষণ জারকিং দিত
আমি ভয়ে তোমাকে জড়িয়ে ধরতাম!  


দুটো কৃষ্ণচূড়া রাধাচূড়ার মাঝে কাঠের
একটা দোলনা ছিল, দুজনে দুলতাম...
তুমি গাইতে,’’ছুপেগে ভাবরমে তো ছুপনে
না দেঙ্গে...’’এক সময় বাস্তবকে ভুলতাম।


অনেক লাফ দিয়েও একটা লাল-হলুদ ফুল
কিছুতেই পারতামনা ছিড়ে মাথায় দিতে
তুমি আমায় জাপটে ধরে উঁচুতে তুলতে
তারপর,সব ফুল গুঁজে দিতে কালো কবরীতে।


তুমি কি আমায় মনে করো? হয়তো এ জন্মে
তুমি ভুলে গেছ সেই হারিয়ে যাওয়া ভালবাসাকে
আমি তো নতুন জীবনে নতুন সাথীর সাথে
তুমিও জাতিস্মর হয়ে,মনে করোনা আমাকে!    


(‘ছুপেগে ভাবরমে তো ছুপনে না দেঙ্গে...’ মহহ্মদ রফির
এক অনবদ্য গান...’’তু গঙ্গা কি মজ ম্যায় যামুনাকা
ধারা/হো রহেগা মিলান এ হামারা তুমহারা......’’)