জানি ঘরে অন্তরীন থাকতে হবে ভয়াবহ
মৃত্যুর রক্ত চক্ষুর জন্য ;
কিন্তু, কার হাঁড়ি কিভাবে চড়বে উনুনে কে আর
তার খবর রাখে!
ছোট ছেলেটা "খেতে দাও" বলে বলে কখন ঘুমিয়ে
পড়েছে মাটিতে-----  
চার বছরের মেয়েটি রোজ কল্মি শাক তুলে আনে
পুকুর থেকে ; আজ জানায় মা-কে "কল্মি সব শেষ"
হ্যাঁ করে চেয়ে থাকে মুন্সী, তার বউ
আকাশের দিকে দু'হাত তুলে বিরবির করে কি যেন বলে ওপরআলাকে ;  


এই ছবি আর কতকাল চলবে হাভাত সমাজের বুকে! কতদিন আর লড়াই খালি পেটে!  
ওরা বলতে চায়, " মৃত্যুর চেয়েও অভাব বেশি
ভয়ংঙ্কর আমাদের জীবনে, আমরা খাদ্য চাই"
আজ ওদের মতো অনেকেই ওই সুরে সুর মেলাতে
চায় ; বাদ সাধে সম্মান-------  
একদিকে মৃত্যু, অপর দিকে অভাব
কার সাথে কিভাবে মোকাবিলা করে জয়ী হবে এই
মুহূর্তের জগৎবাসী?  
উত্তর দিতে পারবেনা কেউ-----