(শেক্সপীয়রীয় সনেট কবিতার আদলে)


সখী এমন সুরে কেগো বাঁশি বাজায়!
চমকি চমকি ওঠে হেম অঙ্গ খানি
ঘরে মোর মন প্রাণ থাকে নাতো হায়!
অলক্ষ্যে সে যেন হাসে অঞ্চল টানি।
কেন সখী কায়া মোর তাঁর বাহু চায়!
ধাবমান চিত্ত মোর অচিন উদ্দেশে
আষাঢ় ধারা পবন অবিরাম ধায়
নীল আঁখি চাই সখী পাব কোন দেশে?


ডাকে সে বন্দীরে মাঝে নদী্ পরিখা
অবলারে ব্যথা দিতে তাঁর বড় সুখ
বলেছিল কবরীতে দেবে ময়ূর পাখা
দিন যায় রাত যায় বেড়ে চলে দূখ।
কালো কায়া ভালোবেসে মরে যায় রাই
তাঁর কথা ভেবে ভেবে গৃহে নাই ঠাঁই।