(বর্ষার দিনের একটি বিরহী গান
মেঘ রাগের মল্লারে হবে গানটি।কারন-  
মেঘ রাগের অনেক বিভাগ আছে)  


উদাসী প্রান গুন গুন গান
যেই তারে মনে পড়ে
বিরহী মনে মেঘ জমে যেন  
ঝম ঝম বারী ঝরে ।।


আসবে সে- যে বলেছিল
সেই গ্রীষ্মের দহন কালে
কতদিন গেল কই সে এল
দিন কাটে অবহেলে...
অঝর বৃষ্টি চোখেও যেন ঝরে
আজ তাকে যে মনে পড়ে।।


একা একা ঘরে কাটেনা মন
কবে হবে তার সাথে মিলন!!


দিন গুনে যাই তারই গান গেয়ে
বসে আছি কতো স্বপ্ন সাথে নিয়ে
আর কতকাল একা রই শূন্য ঘরে
বিরহী মনে মেঘ জমে যেন
ঝম ঝম বারী ঝরে......।।