এই তপ্ত মধ্যাহ্নে কঠোর কঠিন পথে
রৌদ্র স্নাত হয়ে একলা হেঁটে চলেছি
অলিগলি, খানাখন্দভরা পথ।
এখন সূর্য অস্তাচলে, সান্ধ্য শাখ বেজে উঠছে গৃহস্থর ঘরে ঘরে---
উজান, তুমি কোথায়?  
তুমি কি কোন গাছের আড়ালে বসে বাঁশি বাজাচ্ছ পূরবী রাগীনিতে?
তুমি কি সাঁতার কেটে চলেছ ভরা নদীতে?
আমি যেন ছলাৎ ছলাৎ শব্দ শুনছি---


কিই বা এমন অভিমান হল তোমার!  
বলেছি তো তোমার কথা রাখবই,তবে এই মুহুর্তেই! সম্ভব নয় উজান; কন্টক আর পঙ্কিল পথটা স্বাভাবিক হোক,
তোমার জন্য জাগরিত থাকব,
তোমার ভাবনায় উদাস হব,
ইটের দেওয়াল বেয়ে তুলে আনব রডোডেনড্রন---- না না মিথ্যে নয়,
তুমি ফিরে এসে দাবদাহে ক্লান্ত কায়াকে
শীতল করো, একবার ফিরে এসো---