মাথার উপর বিশাল আকাশ
পায়ের নীচে নরম মাটি
ভেজাল মানুষ ঘুরে বেড়ায়
কজন আছে সূক্ষ্ম খাঁটি?


রোজ মাথার উপর সূর্য ওঠে
ধুলোয় পড়ে সোনার আলো
কেউ কখনও খোঁজে না তো
কিভাবে মোছে মনের কালো!


রাতে মাথার উপর চাঁদ হাসে
রুপোর স্নিগ্ধ কিরণ ঢেলে
কজন যায় দেখতে তাঁকে
ঘরের কোঁদল-ক্যাচাল ফেলে?


মাথার উপর বিশ্ব-কর্তারা সব
মাটিতে লাগে বেকুব-যুদ্ধ...
প্রতিবাদও নাকি করা নিষেধ
তাই সকলের কণ্ঠ অবরুদ্ধ...।    


মাথার উপর ঈশ্বর গড আল্লাহ্‌    
মাটিতে অসহায় মনুষ্য প্রাণ
অর্ধেকই নিত্য অনাহারে...
কে করে কাকে অন্ন দান?