আমি দরবারীতে গান গেয়ে
যখন ঘুরছিলাম পথে পথে
তুমি তখন মগ্ন ছিলে
নিদ্রা ভরা স্বপ্ন মনরথে।


তোমার মুখে ঊষার আভাস
মুগ্ধ ছিল সারা আকাশ
দেখার তুমি পেলেনা তো
কোনই অবকাশ।


তোমায় নিয়ে গান লিখি
কল্প-সোহাগ মুখে মাখি
সবই অপ্রকাশ্যে গো
গোপনে তুলে রাখি।


প্রিয়, তুমি কি এখন
দেখছ আমাকে স্বপন?  
তবে কেন হয় দেরি?
হোক সরাসরি কথোপকথন।


বেলা কেবলই বয়ে যায়
কত কথা বাকি থাকে হায়!
তুমি কি শুনতে পাও?  
তবে এসো, বুকে তুলে নাও।