এক আকাশ শোনা রোদ্দুর
হাল্কা জলের পাশেই কাশ আর শিউলি ফুল মাথা নেড়ে অনেক জমানো কথা বলতে চায়---
কিছু বোঝার চেষ্টা করে চলি--
"আমি একদম ভালো নেই বন্ধু
আমার সারা গায়ে বারুদের উগ্র ঝাঁঝালো গন্ধ;
খেলতে এসে শিশুরা পালিয়ে যায়,
ছোট্ট মেয়ে সাজি নিয়ে দাঁড়িয়ে থাকে
একটা ফুলও কুড়িয়ে নেয় না
পথের পপথচারী নাকে রুমাল চাপা দিয়ে চলে
একটা পাখি গান গায় না
শিসে বলে" ঝাঁঝালো বারুদের গন্ধ"।


"আচ্ছা, এই৷ মারণ সন্ত্রাসের কোন প্রয়োজন ছিল কি? উত্তর দেবে?
এই মৃত্যুর দরকার ছিল কি?
ওদের মানবতা আজ -০থেকেও কমে গেছে--
কেননা, মাথার -০ পয়েন্ট হাই ক্রুয়েলিটির কাজ করে, ওরা সেই পয়েন্ট থেকেও আরও নিচে,
তোমরা কি বলো জানিনা, তবে আমি চাই-
আমার সুবাসে পৃথ্বী ভরিয়ে তুলতে,  
এসো আমার ছায়ায় সাম্য প্রেমের গান গেয়ে
অনেক ফুলে ভরিয়ে দেব তোমাদের অঙ্গ
শুধু মিনতি, আমি গাছ সহ, সকলকেই চলে যেতে হবে একদিন, তবে কেন ভীতির মৃত্যু?  
তবে কেন উগ্র সসন্ত্রাস?
উত্তর আমার যে জানা নেই----- "