ফেলে আসা কে আর ভালো লাগেনা
তাকে কি পাব জীবনের হাঠে কোনদিন!
না, ফিরে পাওয়া যায়না---


খেলার সাথীরা সামনে দাঁড়ায় রোজ,
মনে পড়ে এমন হঠাৎ বৃষ্টি দিনের কথা
বক্ষ মুকুরে ফুটে ওঠে যেন আয়না।


নিজেকে দেখা কঠিন বড়,আরও সুকঠিন
টুকরো টুকরো স্মৃতির লিপির স্মারক,  
বরিষণ শুধু নয়নের মাঝখানে---


ভাবব না ভেবে আনমনা থাকি কাজে
ফ্রগ পরা মেয়েটাকে ধমক দিয়ে উঠি
তবু সে জ্বালায় স্মৃতিময় গানে গানে।