ভাগ্য আমায় নজরানা দেয়
আমিও তাকে চড় মারি
ও নাকি অন্ন বস্ত্র দেয়
আর নাকি দেয় ধন বাড়ি!


ভাগ্য আমায় লাথি মেরে যায়
আমিও তুলি গালাগালি
ও নাকি সব ভালো কাজ করে
আমি পাক খাই খালিখালি।


ভাগ্য আমায় জুতো মেরে যায়
আমি কেন হে চুপচাপ থাকি!
প্রতি সকালে ঘুম থেকে উঠে
আমার জুতোর তলে তারে রাখি।


ভাগ্য বলে, ও নাকি বড়
ওর পদানত আর সবাই
আমি ওকে বলি,যা যারে ভাই
দিলাম তোকে চির গুডবাই।