ভালো কথা কেউ বোঝেনা
তার কারণ একটাই
ভালো হতে গেলে প্রথমে
আসে লোকশানটাই।


ছোটবেলা থেকে মা-বাবা
বলে যেতেন, "ভালো হও
ধর্ম-কে ধীর রেখে,কর্মে বীর হয়ে
চলমান জীবন সুন্দরে সাজাও---।


গুরু হতে যেওনা, সবার প্রিয়
ছাত্র হয়ে শোন ধর্ম আচরণের কথা
নিজের অহমিকায় উদ্ধত হ'য়োনা  
উচ্চে তুলে রাখো জ্ঞান ভরা মাথা"।


আজ জ্ঞানের কথা বলে না কেউ
পিছনে দুয়ো মার খেতে হবে
কলম দিয়ে খুন হন মহাজন;  
তবু মনে হয়,ধর্মই শীর্ষে রবে।