জানলে না বন্ধু, সব ঝড়ই একদিন থেমে যায়,
কালের ইতিহাসে ঝড় বড় প্রাচীন  
বহু শতাব্দীর বহু ঘটনার সাথে আমিও জড়িত ;
দেখেছি নিরন্ন বালক কেমন করে দুটো ভাত চায়
তার অভাগী দুঃখী মায়ের কাছে
দেখেছি পলিথিন আর হোগলার ঘর মর মর করে
ভেঙে পড়ে কালবৈশাখীর ঝড়ে
দেখেছি অকাল মৃত্যুর মহা মিছিল ---
আরও কত গা শিউরে ওঠা কাহিনী-----


জানিনা কি ছিল তোমার অব্যাক্ত করা ইতিহাস
ভাগাভাগি করে নিতে বন্ধুর সাথে জমে থাকা
মনের অপ্রকাশিত কালিমা,  
জগতে আমরা সবাই ক্ষণিকের অতিথি, নাম না
জানা এক মালিকের বিধানে বাঁধা ;
শেষ বার বলি তোমার নতুন জগৎ সুবাসিত হোক
মনের মাধুরি মিশিয়ে
কাল চলুক তার মতো মানুষের ইচ্ছা অনিচ্ছার গন্ডীকে দলিত করে
তুমি ভালো থেকো------    


(আজ আমার অতি পরিচিত একজন দাদা, যিনি
আমাদের তবলচিও ছিলেন। কোন কারণে তিনি স্বেচ্ছা মৃত্যু বরণ করেছেন। তাঁর আত্মার শান্তিতে এই কবিতাটি নিবেদন করলাম)