দেখো ভালোবাসা জগতে কত রকমের---
কেউ ভালোবেসে বাদসাজাদা
কেউ ভালোবেসে ভিখিরি---
কেউ ঈশ্বরকে ভালোবেসেই কলঙ্কিনী--  
যেমন রাধারাণী  মীরাবাঈ।    
সারা দেশবাসীকে ভালোবাসি বলে কেউ প্রতিদানে
পেলেন তপ্ত বুলেট--
"ঈশ্বর আল্লা তেরো নাম / সবকো সনমতি দে  ভগবান" কি ছিল তাঁর অপরাধ?  
রাজনীতি আর মানবতা এক হয়ে যায় কখনো কিছু অবুঝ মানুষের কাছে--  


ভালোবাসা আজ বিস্ময়
ভালো বাসতেও ভয় হয়
মহামানবেরা তবুও ভালো বাসতে চান
যুগে যুগে আসেন ভুবনে ক্রুশ বিদ্ধ হতে, বুলেট
বুক পেতে নিতে--
শুধু প্রশ্ন '" তোমরা কে? কি চাও?"
উত্তরে ঝাঁঝালো বারুদ--- তিনি সারা বাংলার
প্রাণের বঙ্গবন্ধু---        


হায় ভালোবাসা!ক্রুশ, বুলেট খেয়েও দমনি তুমি ;   তাই উচ্চ শিখরে থেকে একটু ত্যাগের পরশ বুলিয়ে দিয়ে যেও মুর্খ মানুষের পাশবিক, অমানবিক,শক্ত,  কঠিন চর্মে।