পৃথিবীর এক প্রান্তে কিছু মানুষ বাস করে,  
তারা বারবার ভূপে জন্ম নিয়েও অবহেলিত থাকে সারাজীবন ;
কেউ খাবার পায়না--
কারো বাসস্থান নেই---
কেউ ভুগে চলে দুরারোগ্য অসুখে--
কেউ ডিগ্রিহীন রয়ে যায়,অর্থের অভাবে--
কেউ হতাশার উদাস চোখ দুটো নীল আকাশের দিকে রেখে দীর্ঘশ্বাস ফেলে---
এর নাম কিন্তু জীবন।


কেউ আবার এক ফোঁটা ভালোবাসার জন্য পাতার পর পাতা কাব্য লিখে চলে---
কেউ নেশায় মত্ত হয়ে পড়ে থাকে রাজপথে বা বৃক্ষের আলবেলায়---
কেউ ব্যর্থ প্রেমে জর্জরিত হয়েও অপ্রকাশিত রাখে তার ব্যথা ভরা কথা--
কেউ অবশেষে শেষ নিঃশ্বাসটুকু রেখে যায়
তপ্ত ধরনীর শুষ্ক মাটিতে--
লিখে রেখে যায় একটি নাম, "ভালোবাসা"
এর নাম কিন্তু "ভালোবাসা--"


যা অনেকটা আলেয়া বা সুসুপ্তির মাঝে সুখস্বপ্নর মতো--