প্রতিদিন ঘুমোতে যাবার আগে বলি
হে ভৈরবী বাঁশি বাজিয়ে তুলে দিওনা আমাকে,
মূঢ় অজ্ঞানীর আর বেশি দিন বেঁচে থাকার কি
বা প্রয়োজন আছে!
দেবার কিছু নেই, নেবার কিছু নেই, শুধু বেঁচে থাকা
আর জগতের দুঃসহ ছবি দেখা----
প্রতিবাদ করতে গেলে গাড়িতে পিষে মারে,পিস্তল দিয়ে একেবারে শেষ করে দেয় মেহনতি মানুষকে,
লড়াই, লড়াই, এই লড়াই সর্বত্রই, কি সংসারে কি সমাজের মাঝে-- বুর্জোয়া বাবুরা পোকার মতো দেখে এক একটা মেহনতি মানুষকে।
হা হা হা---- বলার ভাষা কোথায়?  


আচ্ছা, তুমি বন্ধু কোন দলে বলো তো!
মানুষ মারবে? না উপযুক্ত শ্রমের মূল্য দেবে?
তুমি কবি, তাই এসো এক সাথে হাত ধরি,
উপড়ে ফেলি সমতল মাটিতে হাঁটার আর লড়াই করার কাঁটা কে---