যখন আমি যাবনা আর
বোস পুকুরের ঘাটে
শাপলা শালুক ফুটবে ঠিক  
ফসল ফলবে মাঠে।


যখন আমি বোসব না আর  
তোমার গলা ধরে
বোলবে কি সেদিন তুমি
"কোথায় গেলি ও-রে "?..


যখন আমি দেবনা দানা
খাঁচার তোতাটিরে
ও অন্য স্নেহে গাইবে জেনো
হরে কৃষ্ণ হরে।


যাবনা আর যাবনা আর
আতা গাছের তলে
ঝোলা ডালে দুলো সবাই
নামটি আমার ভুলে।


কে আর কারে মনে রাখে
আসা যাওয়ার খেলায়!
কি জনি আর ফিরব কি না
স্বজন-মিলন মেলায়!