দরজায় পা বাড়িয়ে খেয়ে গেলি
ভেতরে ঢুকবি না?  
"কেমন করে ঘরে ঢুকব বলো,
আমিতো কুকুর ছানা "।


তাতে অমন কি আর হল!  
তুই তো বন্ধু আমার
" খেতে দাও তাতেই খুশি
প্রণাম পায়ে তোমার "।


ছিঃ ছিঃ কি যে বলিস!
আমি ছোট খোকা
"ভালোবাসে যে, সেই মহান
তুমি কি হদ্দ বোকা?  


তোর ঘর নেই! মাবাবা ভাই-
বোন আত্মীয়?
"আমরা পশু,ভালো বাসলে, কাছে ডাকলে
সে-ই হয় প্রিয় "।    


তোর শীত করে না! লেজটা কাঁপছে
থর থর করে!  
" কোথায় পাব গরম জামা কাপড়!  
কে দেবে আমারে?"


হায়রে ভুতু!  কেন যে তুই কুকুর হলি
সবাই করে দূর দূর
"হ্যাঁ গো, কত লোকে মারে আমায়
আমি যে ছোট্ট কুকুর "।  


(বাড়ির পাশের রাস্তায় চারটি সদ্যোজাত কুকুর ছানা শুয়ে থাকে। তাদের সাথে আমার ভাগ্নার ছেলে নাতি, অনেক কথা বলে। আমার কাছে জিজ্ঞাসা করে। তার অনুভূতিই কবিতায়।)                              
    


"