ভালোবেসে সুখের ঘর বাঁধি
ভালোবাসি আপন করে নিরবধি
হায়, তবু কেন ছায়া ছায়া?  


যারে একতিল না দেখে
ভরা বুক ওঠে কেঁপে
সে কেন ছেড়ে যায় মায়া?  


যার তরে থরে থরে
প্রেম রাখি ভরে ভরে
এক পলকে দেখি সে নাই।


আনন্দ সাগর প্রেমের নাগর
ভ'রে তুলে আমার ঘর-
একদিন হয়ে যায় সে ছাই।


দূর দিগন্ত পারে
কে যেন হাত নাড়ে  
বলে, "শুধু শেখ,
বুকে বেঁঁধে রাখো
যাই যাই যাই--- "    


( আসরের বরেণ্য শ্রদ্ধেয় কবি(দাদা) প্রনব মজুমদারের প্রয়াত স্ত্রী-র উদ্দেশ্যে কবিতাটি লিখলাম, এবং কবিতাটি প্রনব-দাকেই সান্ত্বনা দিতে উৎসর্গ করলাম)