যখন, তোমার দুয়ার খোলার ধ্বনি
বুকের মাঝে বাজায় সুর
রিনিঝিনি বাজতে থাকে
আমার পায়ের নৃত্য নুপুর।


যখন তুমি স্যারেঙ্গী-টায়
শব্দ তোল টুংটাং
আমিও তখন মনে মনে
ধরি ভোরের ভৈরবী তান।


যখন তুমি একলা বসে
কাটাও বসন্ত ফাগুন বেলা
তোমার পাশেই বসে আমি
গেঁথে চলি ফুলের মালা।


দেখতে আমায় পাওনা কি
এতোই চোখের হেলা!
বন্ধু আছি আজও তোমার
নেবে কি গো বরণ ডালা?