যে চিরতরে অচিন পুরে চলে গেছে  
সে ফিরবে না আর পৃথিবীর জলসাতে


দিবস রজনী পথ চেয়ে থাকা শুধু  
মিছে আশার জাল বোনা নিজের সাথে।


বলেছিল যে "জগৎ ক্ষণিক মিলন মেলা
আসা যাওয়ার মেকি মায়া ভরা সংসার "


সত্য প্রমাণ আজ পদে পদে পেতে হয়
বলা যায়না কিছুই, বুক জ্বলে ছারখার।


জানি, আর সে ফিরবে না অস্থায়ী জলসায়
আর গাইবে না "পৃথিবী আমায় যাবে ভুলে"


যাদের রেখে গেছে সে, দুঃখের ধরনী মাঝে
বাজবে হারান সুরের ঢেউ বুকের কুলে কুলে।



( আমার দেবর-ভাই এর মৃত্যুর তিন মাস পূর্ণ হল)