তারার মেলা গুনি সারারাত বসে
চাঁদ তাই দুয়ো দিয়ে মুখ টিপে হাসে।  


ঝিঁঝির ডাকে মন ভরে ,প্রিয় বলে পাগল
আরও ভালো লাগে সারমেয়র গন্ডগোল।


চাঁদ মেঘ তরিতে ভেসে চলে একা একা
আমি সাথী হতে চাইলেই লোক বলে বোকা।


বাসন্ন্তী-লেবুফুল গন্ধ ছাড়ে গভীর রাতে
আমি জাগরণে থাকি ভোরের অভিপ্রাতে।


মনে মনে বলি, রজনী গো যেওনা চলে
জাগিও প্রিয়, যদি তন্দ্রায় পড়ি ঢলে----