রাত যখন নীরব হয়ে আঁধারের মায়াতে চারদিক ঢেকে দেয়,তখন জোনাকিরা দলবেঁধে আঁধারের মাঝে আলোর জন্ম দেয়।আর আমার মাঝে তখন তোমার শূন্যতা উঁকি দেয়।ইচ্ছে হলেও তোমাকে কাছে পাইনা।তোমার কাঁধে মাথা রাখতে পারিনা।রয়ে যায় এক বুক কষ্ট।তাই বলে ভালোবাসা আজও ফুরোয়নি।আজও আগের মতই ভালোবাসি তোমায়।তোমার স্মৃতি আজও বুকের ভেতর যত্নে পুষে রেখেছি।আজও তোমায় নিয়ে স্বপ্ন দেখি আগের মতই।তোমার জন্য জমানো ভালোবাসা আজও বুকে জমিয়ে রেখেছি সেই নতুনের মতই।সব কিছু আগের মতই আছে,শুধু তুমি নেই পাশে।আজও হলোনা তোমার পাশে বসে হাতে হাত রেখে,কাঁধে মাথা রেখে পূর্ণিমা রাত দেখা।বুকের ভেতর রয়ে গেলো শুধুই শূন্যতা,এক বুক শূন্যতা।