আমি একজন ফেরিওয়ালা
   ঋণের বোঝা মাথায়,
কে আছো নেবে এসো
   ফেরি করি হেথায়।


এক পসলা বরিষ আছে
   সাথে ঝোড়ো বাতাস,
দুপুর গ্রীষ্মে ছড়িয়ে দিও
   পাবে স্বস্তির শ্বাস।


নিলে কিন্তু ঋণ আমার
   মিটিয়ো সুদ সমেত,
নাহয় সুদটা খুশিই দিও
   নেইতো কিছু খেদ।
  


এই ঝাঁকাতে আরো আছে
   জোছনা ঘেরা চাঁদ,
ভরিয় দিও মনের  মতো
   গভীর কালো রাত।


তোমার খুশির মুক্ত হার
   সুদের মধ্যে দিও,
ঝাকার মাঝে যত্ন করে
   রাখবো করে প্রিয়।


কুয়াশা মাখা ভোর আছে
   শিউলি ঝরা পথ,
শরৎ রোদের মিষ্টি পরশ
   আগমনীর রথ।


ফিরিয়ে দিয়ে যেও কেমন
   বোঝাখানা ঋণের,
সুদের মধ্যে দিয়ে যেও
   হাজার খুশি প্রাণের।


বসন্ত রাঙা মাতাল পবন
   চুপটি  ঝাঁকায়  রয়,
লাল পলাসের গোপন কথা
   বুকের মাঝে বয়।


তুলে নিও আদর করে
   অমূল্য সব ঋণ,
সুদ দিও কেবল আমায়
   তোমার খুশির দিন।


এমনি নানান ঋণের খবর
   ঝাঁকার মাঝে হেথায়,
ঠিকানা আজ লিখে গেলাম
   এই পৃথিবীর পাতায়।