মন খারাপের বিকেলেতে
  একা বাতায়ন পাশে,
মাঝে মধ্যে বৃষ্টি ঝাপট
  সজাগ করে এসে।


মনে পড়ে হায় তোকে,
  সেদিন ভরা শ্রাবণ!
মনের কোণে বহেছিল
  প্রেম ভরা প্লাবন...


অ্যালবামেরি পাতাগুলো
  ঝাপটা হাওয়ায় দোলে,
তার মধ্যে  দিস উঁকি
  রেখেছি হৃদে তুলে।


ল্যাবের সেই রুমটা দিয়ে
  নদীটা দেখা যেত,
আমার আঁচল উড়ে গিয়ে
  তোকে ছুঁয়ে দিত!


দুষ্টু  হাসি চোখের কোণে
  বলতিস তুই কানে,
সামলে রাখ নিজের জিনিষ
  হারালে বুঝবি মানে।


মিষ্টি বাতাস করতো আপন
  জুড়তো মোদের মন!
নদীর বুকে মিলতো মোদের
  তৃষিত নয়ন...


সেদিন ল্যাবে ছিলনা কেউ
  শুধু তুই আর আমি,
জীবনের সেই সময়টুকু
  ছিলযে খুব দামী!


তোর তখন একুশ বছর
  আমিও কাছাকাছি,
বললি তুই তোর হৃদয়ের
  কত কাছে আছি?


বলা সেদিন হয়নিরে আর
  কথা সেদিন হয়নি,
শুধু তোর গভীর চোখের
  তল খুঁজে পায়নি।


তোকে পেলে হয়তো আমি
  চিরসবুজ হতাম!
মনের আঁধার গলিগুলো
  আলোয় ভরতাম!


হারিয়ে গেলি কালের স্রোতে
  তুইযে হৃদে ভরা,
আজও তোর মিষ্টি হাসির
  রয়েছি পাহারা!


তোর বিদায়ের সমন যবে
  পেলাম আমি হাতে,
বুক ফাটা জল বেঁধে রাখি
  রিক্ত চলার পথে।


প্রতি ক্ষণে প্রেমযে তোর
  বুকে বইছে হায়...
বৃষ্টি ভরা এই সাঁঝেতে
  প্রকট হয়ে ধায়!!



কাল্পনিক...