মন্ত্রীদের ছাগ গাধা  লং ড্রাইভে যায়,
ব্যা ব্যা করা ইংরাজীতে জীবন মাতায়!
পাশে বসা ফাস্ট বয় পিঠে বোঝা বয়,
ডেলিভারি দেয় দোরে বুকে কাঁপে ভয়।
কম দামে  বিকে গেছে আধুনা রানার,
ব্রেনে ঠাসা সরস্বতী পেটে তালা তার।
রোদ ঝড় তুফানেতে ঘরে থাকা দায়,
পূজো এলো দোর পারে চাপ আছে তায়।  


ওলি গলি রাজপথ ঠিকানা ওদের,
প্রেমিকারা ছুটি চায় হয়ে গেছে দের!
হারানো মনের রোদ কাঁদে ভাঙা রাত,
জেগে রয় বাঁকা চাঁদ দেয় কভু সাথ!
ব্রিলিয়ান্ট ছেলেবেলা দিল কবে আড়ি!
পড়ে থাকে পথ শুধু স্বপ্ন খুব ভারী।