কি আশ্চর্য, তোমরা আজ পথে নামোনি…মিটিং, মিছিল, বক্তৃতা…
শান্তি বিঘ্নিত করা উচ্চৈস্বরে মাইকের দাপট, কোথায় গেল…
তোমাদের গাড়ির দম বন্ধ করা কালো ধোঁয়া!
অথবা গ্রীন হাউস গ্যাস যা ওজনে ছেদ বানায়… আজ স্তব্ধ কেন...
মনে আছে আগুনে সেঁকে দিলে  একরের পর একর  কত আমাজন...
তোমাদের বিজ্ঞানের নতুন আবিষ্কার…জানি!
তোমরা গলা তুলে বলবে,
জানো পরমানু বোম মেরে আমরা স্তব্ধ করে দিতে পারি এক সেকেণ্ডে সবকিছু...
তবে আজ কেন এত অসুখ...
কোথায় আজ তোমাদের সাত রঙা ধ্বজা?
গ্রহ উপগ্রহ কাঁপানো, আকাশকে ক্ষত বিক্ষত করার প্রবণতা?
বুঝি, এই মুহূর্তে চোখে নেই!
এখন শুধু নিজেকে নিয়ে পালাতে ব্যস্ত…
কতো স্বার্থপর তোমরা!
তোমাদের  আধুনিক পদাঘাতে,কতো প্রাণ অবলুপ্তির পথে...
তার কথা ভেবেছো...
আমরাও লুপ্ত হয়ে পরেছি,
হ্যাঁ, আমি এক পরিযায়ী লুপ্তপ্রায় ছোট্ট পাখি!
দাবানলে  আমাদের সবকিছু শেষ করে দিলে সেদিন!
মা,ভাই,বন্ধু…  পালাতে, পালাতে... শুধু আমি বেঁচে গেলাম!
চোখে আজও বাইছি ধ্বংস!
এই অচেনা নতুন পৃথিবীতে আজ,
দুপাখায় উড়ছি সবুজ আনন্দে...
নির্ভেজাল বাতাসে খুঁজছি আমাদের হারিয়ে যাওয়া অস্তিত্ব...
এত শান্তি আমার জীবনে এই প্রথম, বিশ্বাস করো!


আজ পৃথিবী এতই স্তব্ধযে মৃত দেহ বহন করার  কেউ নেই তোমাদের!
তবে ভয় পেয়োনা,  আধা প্রকৃতি ধ্বংসকারী মানুষ!
জানি এ দুর্যোগ কেটে যাবে।
তোমাদের দাপট লুপ্ত হবেনা, আবার কলুষিত করবে আমাদের প্রকৃতি মাতাকে।
পৃথিবীর দাপটি রাষ্ট্রর  মৃত্যু মিছিল থামবে...
তোমাদের সৃষ্টির উল্লাস আবার বেহায়ার মতো নেচে উঠবে,
আবার সুরু হবে বেলাল্লাপনা,হিংসার চাবুক মাতিয়ে বেড়াবে
প্রকৃতির দশ দিক!


কিন্তু আজ, নব আনন্দে মেতেছি আমি,মেতেছে প্রকৃতি...
স্নাত হচ্ছি  স্বচ্ছ তারার আলোকে!
আমার দুই পাখাতে বাইছি আদি আনন্দ!