পরম নিঠুর সত্য প্রভু বুকটা শুধু পুড়াও,
মনে জাগ্রত সহস্র আশায়, ক্ষত ভরিয়ে দাও!


দীপের স্নিগ্ধ আলো কখন হলো দাবানল!
দেবতা আজ গেলো ছেড়ে পাইনা খুঁজে তল।


বাতাসগুলো গেল মরে, তৃষিত আমি হায়!
রামধনু সব মিলিয়ে গেল গভীর কালোর গায়!


সারা দিনের সঞ্চয় মোর, দেখি ভস্মে ভরা!
শান্তি সুখের হাতছানিটি আলেয়া দিয়ে ঘেরা।


আশার শক্ত রশির বাঁধন, আলগা হয়ে যায়!
তীব্র দহন মনের মাঝে, গভীর নিরাশায়।


বেলা শেষের অঞ্জলি মোর, দিলাম তব পায়,
ক্ষয়িত বক্ষ রিক্ত ওগো, শত জ্বালার ঘায়।


ঝাপসা হয় দৃষ্টিখানি দেহটা অবসন্ন!
আরো কত পরীক্ষা হায়, জমা মোর জন্য!


নিও তুমি সর্বস্ব মোর, নেইতো কোনো ডর,
যতই ভাসাও দুকূল মোর, পরবে পলির চর!


সেই চরতে রোপন করবো, ছুড়ে ক্ষয়িত দুখ!
যতবার ভাঙবে জীবন, গড়বো দুহাতে সুখ।


আমি কারিগর জীবন পথে, রচিব সকাল আবার!
মৃত্যু শুধু হারাতে পারে, জিতবোই বারবার।