ওগো দিদিমণি  বলো তুমি শুনি এ কবিতার মানে?
   কোন অভিধান জাগায়েছে জ্ঞান এপাং ওপাং সনে!
মোরা রোজ বসি মাখি কালি মসি কবিতা দূরে রয়,
   সাধনাতে তবু  দেখা দেয় কভূ করে আনন্দময়!
কবিতার জ্বরে রও অনাদরে কেউ বোঝেনা মানে...
   সেই ছেলেটি আছে বুঝি খাঁটি সঠিক সত্য জানে,
রাজ সভা মাঝে বিচারক সাজে বিধান দেবে সত্য!
   কিন্তু গুপ্ত হত্যা হলে তার সত্ত্বা রাজা উন্মাদ মত্ত...
সুচতুর ছলে লোক বাহুবলে কালোরা হয় সাদা,
   গোটা প্রজন্ম করিলেযে নগ্ন  নেইকি সত্যি মেধা?
বিজ্ঞ সভা মাঝে অন্ধর সাজে রাজ উলঙ্গ ঘরে,
   সত্য বাক্য তবু, বলেনা চর কভু,মধু লুটবার তরে।


শেষ হলে খেলা এই ভব মেলা ভাবিও একবার,
   মেখে কাদা পিচ হয়ে এত নিচ পরলে কলঙ্ক হার
সাহিত্য তোমায় কভূনা মানায় অযোগ্য মেডেল মালা,
   পুঁথির ভারে রোজ যারা মরে ভাগ্যে দেখিযে তালা!
রোজ ঘরে ঘুষ ফেরে নাকো হুশ তবু কত মান!
   ক্ষমতার বলে সব নাও তুলে একাডেমী সম্মান...
খেয়ে নিলে লুটে  সারাংশ খুঁটে  দলবল মিলে,
   সব ভরে যায় শুধু উপচয়  রিক্ত এত গিলে।
শিক্ষিত বেকার হয় ছারখার পথে ক্ষয় বটে,
   সন্ধ্যা ঘনায় আজ নিরুপায় জীবন শেষের পটে।