নেত্র দুটি মিশকালো আলো মাগে প্রাণ,
  অর্থী সব রূপ, বর্ণে এ পৃথিবীর গান!
চলতে পথে অবিরাম হোঁচট খেয়ে ধাই,
   ব্যথার সিন্ধু পারি দিই জিততে তবু চাই।
ব্যর্থ জীবন বয়ে চলে প্রতি পদে খরা,
   ভালোবেসে ছুঁয়ে থাকি প্রাণ প্রিয় ধরা।
রাত নামে দিন যায় পূবেতে প্রভাত...
   মোর খাতে জমা রয় শুধু কালো রাত!
কিচিমিচি পাখি রব বলে প্রিয় জাগো,
   নিশি হলো অবসান প্রার্থনা মাগো!
সন্ধ্যা বায় ঘিরে মোরে সাথে সাঁঝ ফুল,
   দিন গেলো বার্তা শুনি হয়নাকো ভুল!
ঋতু সব আসে যায় মন উচাটন
   কখনোবা দোর পরে মধু ভরা ক্ষণ।
কণ্ঠ মোর খেলা করে মুলতানি সুরে,
   বুঝিগো  ইমন ছায় সারা মন জুড়ে।
আছি বেশ সত্য সাথে রব আরো কাল,
   উজানে রয় খেয়াখানা তুলে দিই পাল…
শিক্ষা মোর একমাত্র আলো করে রয়,
   পার্থিব সব তুচ্ছ জ্ঞান জানিবে নিশ্চয়।
প্রতিবন্ধ রয় যদি জয় করি ঘুড়ে,
   এ যুদ্ধে হারবোনা প্রতিজ্ঞা হৃদ জুড়ে।
তাঁরই হাতে সৃষ্ট রূপ তাঁর প্রেমে মন,
   যা পেয়েছি খেদ নাই ভক্তি মোর ধন।।.


সহমর্মিতার সংবেদন