গহীন মনের শক্ত ভীতে কঠিন সমাহার,
   অতি সহজে টুটবেনাতো চলুক বুলডোজার।
বাবা স্নেহে দেখিয়েছিলেন সত্য ন্যায়ের সেতু,
   এই ইঁটেতো জং পরেনা হইনা ভয়ে ভীতু।
মা স্বয়ং শিখিয়েছিল উদার হবার বাণী,
   তার হৃদতো জাগরণের স্বর্ণ খনি মানি।
গুরু কহেন জীবনে হোক দৃঢ় প্রত্যয় জ্ঞান।
   কঠিন তেজে  জ্বলুক অনল না হবে ম্রিয়মান।
বন্ধু হয়ে হাতটা ধরে দুর্গমের ওই পথে,
   থামতে মানা কর্মী হও বাধা থাকুক সাথে।
ঠাকুরদাদার সহজ কথা মানুষ হতে শেখো,
   দেশের কাজে খাঁটি মন দৃঢ় ভাবনা রেখো।
ধৃতিমান ঠাকুমা মোর  সঙ্কল্পে অটুট,
   নিশানা হোক সঠিক পথ জয়ে করপুট।
ছোট্ট বেলায় মামা বলতেন জানবি বড় হয়ে,
   দুটো মায়ে শক্ত জমি খুশি তোর জয়ে।
বোনের সাথ নাবলা কথা মন খারাপের রাত,
   পাশে দাঁড়ায় হাসিতে ভুলায় দেয় সদা সাথ।
ভাইয়ের হাতে শক্তি সাহস আঘাতগুলো কষে,
   বলয় তার বজ্র কঠিন প্রহরী  হয়ে পাশে।
হৃদ দেওয়ালে প্রতি ইঁট অটুট হয়ে জোড়া,
   টুটেনা কভু জন্মান্তরে এমন বাঁধনে মোরা।