বন্ধু সত্যি তুই...  
যেমন সাদা জুঁই!
হৃদের পাতায় ছড়ায় সুখ
কাটে যত মনের দুখ।


বন্ধু সত্যি কই...  
ছড়ায় কথার খই
সারা দিন আবোল তাবোল
দিচ্ছে মনের দোলায় দোল।


বন্ধু সত্যি তোরা
আকাশ ভরা তারা...
চেয়ে রইলে দগ্ধ ঘরে
কেবল সবুজ বৃষ্টি ঝরে!


বন্ধু সত্যি ওই
ভুলে ভালে রই!
সংশোধন আর বকা ঝকা
আয়না তুলে দেখা...


বন্ধু  মাখি ধুলা
এক্কা দোক্কা খেলা,
হোঁচট খেলে ধরবি হাত
জুড়িস মনের তারে সাথ!


বন্ধু চোখে চোখ,
না বলা কত শোক,
বলিনা তবু বুঝতে পারে
হাতটা তুলে নেয় ঘাড়ে!


বন্ধু সাঁঝ বেলা
জীবন ভিড়ের মেলা
হারায় যদি খুঁজবি জানি,
হবেনা সত্যি কোনো হানি!


বন্ধু  দিলাম রাখি
আনন্দে বয় আঁখি...
হাতে বাঁধিস করিস যত্ন
প্রকৃত বন্ধু মণি রত্ন!


আবেগ নয়তো হেথা
অবজ্ঞা নয়যে সেথা,
অসমতা উচ্চ নীচের গন্ধ
রইলে আজ হউক বন্ধ।