পৌষ নিশির ধ্রুবতারাটা,
হয়েছে ব্যথায় নীল,
স্মৃতির দুয়ারে জ্বলছে আগুন
কমেনাকো এক তিল।


বন্ধু আজ অগ্নি স্নানে
পঞ্চভূতে মেলে,
পাওনাগুলো নিলোনা বুঝে
হেলায় দিল ফেলে!


ঘরেতে তার স্তব্ধ দীপ
উদাসী বাতাস ছোটে,
উঠানে জমলো শুকনো পাতা
রক্ত ঊষা ফোটে!


ব্রাত্য সুখের জীবন তার
যোগ্যাতায় পূর্ণ গুণী,
তবু পৃথিবী ফেরালো মুখ
মৃত্যু করলো মণি!


নীল পাখিটা বলেনা কথা
গাছের ডালে ঝিমায়,
মাঝে মাঝে উঁকি দিয়ে তার
দ্বারের পানে চায়!


দিনু তার চলার পথে
নীরেট দুফোঁটা জল...
আঁচলে দিই শান্তির খই
দুর্বার বেগে চল!


বিদায় বন্ধু তারার দেশে
বাঁধবি নতুন ঘর,
সেথায় শান্তি মনমত
কেউ হবেনা পর।


আয়না সবাই জড়িয়ে গলা
কাঁদি  একটুখানি,
কিছু পারিনি দিতে ওকে
লজ্জা মোদের জানি।।