বসন্ত বালা ধরায় নামে
   চাঁদের সিঁড়ি বেয়ে।
দিকে দিকে নুপূর ধ্বনি
     ছড়িয়ে পরে ধেয়ে।
গাল জুড়ে লজ্জা আভা
     পলাশ লালের ছোঁয়া,
কানেতে দুলছে দেখো
     ঝুমকো মাধবীলতা।
তনুখানি জড়িয়ে আছে
     নীলছে রঙের শাড়ি,
আকাশ বুঝি সাজিয়ে দিল
     নিয়ে দুহাত ভরি।
হাজার ফুলের সুবাসগুলো
      সারা অঙ্গে খেলে,
প্রকৃতি রানি বসেছে আজ
      দখিন দুয়ার খুলে।
ভরে আকাশ ভরে বাতাস
      কোকিল কুহু সুরে,
গানের ডালি ছড়িয়ে পরে
       বাতাস উঠে ভরে।
বসন্ত রানির রূপের বাহার
      নীল পৃথিবী ছড়ায়,
তাকে নিয়ে স্বপ্নগুলো
       গাঁথে পাতায় পাতায়।
বকুল ফুলের বিছানা তার
        কৃষ্ণচূড়া  মাথে।
কবি আজ লেখা ভুলে
      পাগোল মনের সাথে।
লাল সূর্যর টিপটি পরে
      সন্ধ্যা কাজল চোখে,
সোনার বরণ মুখ খানিতে
      তারার মালা বুকে।
ফুলের বুকে পরাগ গুলো
      আবির হয়ে ঝরে,
সেই রেনুতেই ভরিয়ে তনু
      হাসে আকাশ ভরে।