পাতা ঝরা ডালেতে জাগবে দেখো
নতুন কিশলয়।
আবার ফুল ফল ঢাকবে সুখে
প্রকৃতির বলয়।
তেমনি সেদিন রাঙা পথ বেয়ে
এলোযে স্বাধীনতা।
সুরু হলো ফের পুরানোকে ফেলে
নতুন কথকতা।
আমরা সেদিন ঝরা পাতা হয়ে
স্বর্গের সিড়ি বেয়ে।
চিরতরে শেষে হারিয়ে গেলাম
শোকের বন্যা দিয়ে।
মায়েদের কোল ফাঁকা হয়েছিল
চৈত্র শাখার মতো।
নতুন সেই সাধের স্বাধীনতা
ভরালো শান্তি শত।
মায়ের আর্তিতো তবু ভেদ করে
আকাশ ধরা সব।
অন্তরে বহে যায় রক্ত ক্ষরণ
আঙিনারা নীরব।
স্মৃতির সাগরে ঢুব দিয়ে যায়
মাতার ভাবনাগুলো
শত শত কালের জাগ্রত আঁখি
ঢুবায় ঘন কালো।
শ্মশান কবর মার শেষ ঠাঁই
জুড়ায় তিক্ত জ্বালা।
মোদের বিজয়,চোখে তবু ব্যথা
দোলে শ্রদ্ধার মালা।