ব্যথাতুর চাঁদ বারুদ মেখে
   নীচের পৃথিবী জ্বলছে,
স্বজন হারানো রিক্ত বুক
   যুদ্ধ থামাও বলছে।


বসন্ত দেখি নেইতো খুশি
   কৃষ্ণচূড়া হতাস...
কোকিল বলে বেসুর বুলি
   স্তব্ধ মনের শ্বাস!


কোন কাণ্ডারী ধরবে হাল
   শান্তি পতাকা লয়ে,
ক্ষইছে মানুষ ডুবছে জাতি
   অসহায় রোজ ভয়ে।


সবুজের মাঝে ছাইলো রক্ত
   মৃত্যু মিছিল ছোটে,
স্বাধীনতা বুঝি অমূল রতন
   চির এ সত্যি বটে।


বিবেক আজ আলাদা হয়েছে
   জাগয়া নিল হিংসা...
শিশুরাও তার হিংস্র থাবায়
   চোখে জ্বলে জিঘাংসা।


পৃথিবী বুঝি সভ্য হয়েছে
   আধুনিকতা রন্ধ্রে,
বারুদ তবে শেষ কথা কেন
   বেয়নেট কেন স্কন্ধে...


যুদ্ধের দাঁতে কলঙ্ক লেখা
   রক্তাক্ত ইতিহাস,
মলিন হয় আগামী পৃথিবী
   সভ্যতার নব্য ঘাস।


মানবতা আজ ডুগরে কাঁদে
   জড়ো লাসের পাশে,
ধরবে কে নেকড়ের হাত...
   বিধাতা বুঝি হাসে!