সুন্দর হউক বরষ বরণ স্বচ্ছ আকাশখানি
নরম সূর্য নতুন ভোরে  দিচ্ছে হাতছানি!
রাত জাগা সব কবিতা দীপের আলো হাতে,
আরুতির স্নিগ্ধ পরশ ছড়ায় গড়িমাতে।


চাষির ঘর নিকষ কালো সন্ধ্যামণি ফোটে,
ভাবনা বিছায় তারার গায়ে স্বপ্ন জেগে ওঠে
এ বছর শুধবো ঋণ গোলা ভরবে ধানে,
নতুন জামা মেয়ের খুশি বেহাগ গায় প্রাণে!


খুঁটে বাঁধা পাঁঠাগুলো বলছে বেসুর বুলি,
কেমনে তারা শুনতে পায় ছুটির ঘণ্টাগুলি!
তাদের জন্য নতুন বছর সত্যি আনমনা...
দাঁড়িয়ে রয় প্রতিক্ষাতে  মৃত্যু প্রহর গোনা।


বরষ বরণ শিতের রাত চুঁয়ায় নিয়ন আলো,
বস্তি যিশুর ছেঁড়া কাঁথা দেখছে আকাশ আলো
অধিকার তার নেই কিছুতে মায়ের আদর ছাড়া,
তারাই যখন ধুমকেতু হয় কেঁপে ওঠে ধরা!