কালো গম্ভীর অম্বর জাগে ঝরঝর বহে ধারা
   মত্ত পবন ছড়ায় সবুজে দিগন্ত ঝাপসা পারা।
নব যৌবনা শ্যামলী বর্ষা জাগায়ে বহ রাতি
   জলোচ্ছাসে ভাঙলেও কূল আমি হব তব সাথী!
চারিদিকে তব তপ্ত মরু, জড় বয়ে চলে ক্ষিতি
   পরশে তোমার প্রাণ সঞ্চার মর্মে সবুজ গীতি।
গর্জনে কাঁপে সবুজ বীথি নদী চমকি ওঠে,
  দুকূল তার ছাপায় ত্রাসে ঢেউগুলি ভাঙে তটে!
কদম সুবাস মেলিয়া ধরে পাগল বায় ছুটে...
   ঝাপটায় কার ঘরের আগল খেলনার মতো টুটে!  
বরষা দেখি আকাশ জুড়ে মেলেছে মত্ত পাখা
   রিমঝিম সুরে নূপুর বাজে  মুকুটে বিজলি আঁকা।
ব্যাকুল নিখিলে স্বস্তির শ্বাস সবুজ চাদর ঢাকে,
   রামধনু কভু  ছুয়ে যায় ধরা অবুজ রোদের ফাঁকে।
মেঘ মল্লার রাগিনীর সুরে কলাপীর পাখা সাজে,
   বাতায়ন পরে বসেছে নয়ন মন লাগেনা কাজে।
বৃষ্টির ছাঁটে ধুয়ে যাক আজ ক্যানভাসে ক্ষীণ রঙ,
   সজীব বাতাসে অমলিন হোক জীবনের ক্ষয় জং।