শ্রাবণের ধারা ঝরে ঝরঝর
   মোদের শহর জুড়ে,
রজনীগন্ধা আবেশে ভুলায়
   হারানো মন ফিরে।


দোয়েল গুলোর ভিজে পালক,
   নাচানাচি করে ফেরে।
ওই মেয়েটি জানালায় ভিজে
   বৃষ্টির ছাঁটে ভরে।


কোন সুর সে আপন মনে
   গায় পুলকেতে,
কথাগুলো তায় গান হয়
   এই বর্ষণ স্রোতে।


পূবালি বাতাস মেলেছে পাখনা
   সারাটি আকাশ ঘিরে,
বৃষ্টির দানা স্বপ্নের মতো
   মাতছে হৃদয় জুড়ে।


ছুটে মন শুধু অকারণ
  দিগন্তে সীমনা পারে,
আকাশ যেথা ছুঁয়েছে মাটি
   অজস্র ফুলের তরে।


সাদাঐ ফুলে মনটা আকুল
   হারায় বেদন ক্ষণ,
সুখ সুবাস ভুলাতে চায়
   ছুটছে মেদুর মন।