চাষা তোর সন্ধ্যা প্রাত, তৃষ্ণা বুকে ভরা!
তোর সাথে কাঁদে মাটি, ফুটি-ফাটা ধরা।
দেখিস সপ্নিল মেঘ  মিষ্টি বৃষ্টি ধারা!
সবুজের আর্তিখানা করে শুধু তাড়া।
পাঁজরে বাঁধানো আশা, তুচ্ছ ভারি তোর,
সোনালী ফসল ভারে হবে লাল ভোর!
মমতা মাখানো স্নিগ্ধ, শুষ্ক বন্ধ্যা মাটি,
তবু আঁকড়ে ধরিস পথ অতি খাঁটি।


দিগন্তের ব্যস্ততায়, কালো মেঘ ধায়...
বুনরে নতুন স্বপ্ন, রুক্ষ মাঠে আয়।
মেঘ বলাকার পাখা বহে রূপকথা!
ব্যাপ্ত করে আসমান সবুজের গাথা।
উগরাবে শুষ্ক মাঠ, তাজা ভরা প্রাণ,
ভেসে যাবে দুঃখ তোর আঁধারের গান।